সবচেয়ে ভাল পদ্ধতি হচ্ছে আপনার কম্পিউটারের ল্যানপোর্টে ইথারনেট ক্যাবল ঢুকিয়ে তারপর স্পিডটেস্ট করা।
তবে যদি আপনি মোবাইল দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো রাউটারটা ২-৫মিনিট অফ করে রেখে তারপর অন করে স্পিডটেস্ট করা। কারণ দীর্ঘসময় রাউটার চলার কারণে রাউটার হ্যাং অথবাঁ স্পিড কমে যেতে পারে।
আপনি যদি নিয়মিত ২৪ঘন্টায় ৩বার করে ২-৫মিনিট রাউটার অফ রাখেন তাহলে ভালো হবে। এখন মূল বিষয়ে আশি :
1. www.speedtest.net
এটা হচ্ছে Okla স্পিডটেস্ট এর ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটের মাদ্ধমে একইসাথে BDIX স্পিড এবং আপনার অরিজিনাল স্পিডটেস্ট চেক করতে পারবেন। BDIX স্পিড টেস্ট করবেন হচ্ছে অটোমেটিকালি যে সার্ভারটা(যেকোন একটা বাংলাদেশি সার্ভার আশবে) আশবে প্রথমে সেই সার্ভারটা তেই স্পিডটেস্ট করবেন। যেই স্পিডটা দেখবেন সেটা হচ্ছে আপনার BDIX স্পিড।
আর অরিজিনাল স্পিড দেখবেন হচ্ছে, শুধু সার্ভারটা পরিবর্তন করে Singapore এর NewsMedia Express দিবেন। এভাবে টেস্ট করলে যত স্পিড আশবে সেটাই হচ্ছে আপনার অরিজিনাল স্পিড।
2. proof.ovh.net
এটাতে কিছু করতে হবে না। সুধু স্পিড টেস্ট করবেন।
3. www.speedtest.com.sg
এটাতেও কিছু করতে হবে না। সুধু স্পিডটেস্ট করবেন।
4. www.fast.com
এটা হচ্ছে নেটফ্লিক্সের ক্যাশ স্পিড দেখায়। কিন্তু আপনার ISP যদি নেটফ্লিক্সের ক্যাশ স্পিড না দেয় তাহলে এই ওয়েবসাইট আপনার অরিজিনাল স্পিড দেখাতে পারে। কারণ এই ওয়েবসাইটে আমার অরিজিনাল স্পিড দেখায়।
For Business inquiry : mahafuj.alam1@gmail.com
Thank you so much for watching this video. Please don’t forget to thumbs up, give your feedback and share it with your friends and family.
Disclaimer :- This Channel does not promote any illegal content, Does not encourage any kind of illegal activities. All contents provided by this channel is meant for EDUCATIONAL purpose only.
Please Subscribe to my channel »
http://bit.ly/33s0wN9
– it’s free
– you don’t miss any future video
See you soon. Take care,
Mahafuj Alam
Social –
Facebook: https://facebook.com/RealTechMaster24/
Facebook Id : https://facebook.com/Mahafuj31
Twitter: https://twitter.com/mahafuj31
Instagram: https://instagram.com/mahafuj31
#Wifi #WifiSpeed #InternetSpeed